Welcome Toদমদম পার্ক জনঔষধি পরিযোজনা

Welcome Toদমদম পার্ক জনঔষধি পরিযোজনা
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম হরে হরে।
প্রধান মন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র, দম দম পার্ক পক্ষ থেকে নমস্কার!
এটি কেন্দ্রীয় সরকারের ফ্লাগশিপ জনৌষধী পরিযোজনার অন্তর্গত একটি অনুমোদিত কেন্দ্র! ২০১৮ সালের ডিসেম্বর মাসে আমাদের পথ চলা শুরু। এই সাত বছরে আমরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিষেবা দিয়ে চলেছি।
রোজ গড়ে ১৫০ জন লোক এখান থেকে ওষুধ সংগ্রহ করেন। প্রায় ৫০০ জন নিয়মিত রোগী উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, গেঁটে বাত, মানসিক রোগ, শ্বাসকষ্ট, এসিডিটি, অ্যান্টিবায়োটিক ও স্কিন ক্রিমের মত ওষুধ নেন।
জন ঔষধি ওষুধের কার্যকারিতা নিয়ে অনেকের দ্বিধা থাকলেও এগুলি বিশেষ টেস্টেড ও NABL অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত হয়। ৮ বছর ধরে এ বিষয়ে কোনো বিতর্ক হয়নি। এছাড়া এগুলোর দাম খুব কম, ফলে নকল তৈরি করাও লাভজনক নয়।
আমরা দুইটি স্টাডি করেছি – ২১ জন টাইপ ১ ডায়াবেটিস রোগীর গড় HbA1c ছিল ৮ এবং ৮০ জন টাইপ ২ ডায়াবেটিস রোগীর গড় HbA1c ছিল ৬.৯৩, যা সন্তোষজনক।
রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অন্যান্য অটোইমিউন ডিজিজের জন্য প্রায় ২৫০ জন রোগী Hydroxychloroquine, Methotrexate, Cyclosporine ইত্যাদি গুরুত্বপূর্ণ ওষুধ মাত্র ৭-৫৭ টাকায় নিচ্ছেন।
১ টাকায় ১টি স্যানিটারি ন্যাপকিন সহ প্রতিটি GST বিল-এ ওষুধের উৎস ও কেনা দামের তথ্যও প্রদান করা হয়।
দম দম পার্ক জন ঔষধি-তে আপনি একজন অভিজ্ঞ ফার্মাসিস্টকে সবসময় সরাসরি পাবেন, শুধু ফটো নয়।
এছাড়া রয়েছে: প্রেসার মাপা, সুগার চেক, চা/কফি পান, পত্রিকা ও বই পড়া, এবং টিভিতে ডাক্তারদের মতামত শোনার সুবিধা।
আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার পরিষেবা দিয়ে থাকি।
আপনার স্বার্থরক্ষায় আমরা বদ্ধপরিকর। নিজে আসুন, পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে আসুন।
ভালো থাকুন! হরে কৃষ্ণ!
- পিনাকী রায়,
ফার্মাসিস্ট